পঞ্চমী ও ষষ্ঠী যাত্রীদের সুবিধার্থে পঞ্চমী (১৯/১০/২৩) এবং ষষ্ঠী (২০/১০/২৩) কলকাতা মেট্রো ২৮৮ টি পরিষেবা (১৪৪ টি আপ এবং ১৪৪ টি ডাউন ) দেবে। মেট্রো চলবে সকাল ৬:৫০ থেকে মধ্যরাত পর্যন্ত।
ব্যস্ত সময়ে প্রতি ৫ অথবা ৬ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। প্রথম পরিষেবা ৬:৫০ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, ৬:৫০ দমদম থেকে কবি সুভাষ, ৬:৫৫ দমদম থেকে দক্ষিণেশ্বর, ৭:০০ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পাওয়া যাবে।
শেষ পরিষেবা ২২:৩৮ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, ২২:৪০ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, ২২:৫০ দমদম থেকে কবি সুভাষ, ২২:৫০ কবি সুভাষ থেকে দমদম।
সপ্তমী , অষ্টমী ও নবমী যাত্রীদের সুবিধার্থে সপ্তমী (২১/১০/২৩), অষ্টমী (২২/১০/২৩) এবং নবমী (২৩/১০/২৩) মেট্রো ২৪৮ টি পরিষেবা (১২৪ টি আপ এবং ১২৪ টি ডাউন ) দেবে। মেট্রো চলবে বেলা ১২:৫৫ থেকে পরের দিন ভোর ৫ টা পর্যন্ত। ব্যস্ত সময়ে প্রতি ৬ অথবা ৭ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।
প্রথম পরিষেবা ১২:৫৫ দমদম থেকে দক্ষিণেশ্বর, বেলা ১:০০ টা কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, ১:০০ টা দমদম থেকে কবি সুভাষ, ১:০০ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ , ১:০০ মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর , ১:০০ গীতাঞ্জলি থেকে দমদম , ১:০০ শ্যামবাজার থেকে কবি সুভাষ।
শেষ পরিষেবা ভোর ০৩:৪৮ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, ভোর ০৩:৪৮ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর , ভোর ০৪:০০ দমদম থেকে কবি সুভাষ, ভোর ০৪:০০ কবি সুভাষ থেকে দমদম।
দশমী যাত্রীদের সুবিধার্থে দশমীর দিন (২৪/১০/২৩) মেট্রো ১৩২টি পরিষেবা (৬৬টি আপ এবং ৬৬টি ডাউন )দেবে। মেট্রো চলবে বেলা ১ টা থেকে রাত ১১ টা পর্যন্ত। ব্যস্ত সময়ে প্রতি ৭ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।
শেষ পরিষেবা ২১:৪৮ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ , ২১:৫০ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর , ২২:০০ দমদম থেকে কবি সুভাষ, ২২:০০ কবি সুভাষ থেকে দমদম।
একাদশী থেকে ত্রয়োদশী যাত্রীদের সুবিধার্থে একাদশী (২৫/১০/২৩) থেকে ত্রয়োদশী (২৭/১০/২৩) মেট্রো ২৩৪ টি পরিষেবা (১১৭টি আপ এবং ১১৭টি ডাউন )দেবে। মেট্রো চলবে সকাল ৬:৫০ থেকে রাত ১০:৩৫ অবধি। ব্যস্ত সময়ে প্রতি ৭ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।
প্রথম পরিষেবা ৬:৫০ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, ৬:৫০ দমদম থেকে কবি সুভাষ, ৬:৫৫ দমদম থেকে দক্ষিণেশ্বর, ৭:০০ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ।
শেষ পরিষেবা ২১:২৮ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, ২১:৩০ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, ২১:৪০ দমদম থেকে কবি সুভাষ, ২১:৪০ কবি সুভাষ থেকে দমদম।
স্বাভাবিক মেট্রো পরিষেবা আগামী ২৯/১০/২০২৩ থেকে শুরু হবে। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এই তথ্য দিয়েছেন।